Category Archives: Poetry

তুমি যদি সে নও হে সখা (my 3rd poem…incomplete)

তুমি যদি সে নও হে সখা

তুমি যদি সে নও হে সখা


তুমি যদি সে নও হে সখা, তোমায়ে দেখে কেন আসে হে লাজ
তুমি যদি সে নও হে সখা, তোমাযে দেখে হাসে কেন মোর চিত্ত আজ
তুমি যদি নও হে আমার, তবে কেন মোর হৃদয় বাজে
তুমি যদি নও হে আমার, কেন মন আজ স্বপ্ন সাজে I

স্বপ্ন আমার সবি মিছে (My 2nd bengali poem)

স্বপ্ন আমার সবি মিছে

স্বপ্ন আমার সবি মিছে

হঠাথ ঝর এসে বলে, স্বপ্ন আমার সবি মিছে
তাসের ঘর ভাঙ্গলো আমার, গল্প আমার ছুটল পিছে
ঢেউ গুলো সব উড়িয়ে দিলো, রইলো না মোর চিন্হ কথাও,
গড়ে ছিলাম আমার যে বাসা, সব-ই আজ যেন কোথায়ে উধাও I

তাই আজ গল্প আবার লিখতে হবে, নতুন করে নতুন ভাষায়ে
তোমার-আমার স্বপ্ন গুলো, ভরাতে হবে নতুন আশায়ে
নতুন করে গরবো আবার, নতুন বেশে নতুন দেশে
জিতব বলে বাড়িয়েছি পা, জানি আছো তুমি আমার পাশে I

Drawing : Courtesy Me

ঢেউয়ের আগে দেখতে যদি (MY FIRST BENGALI POEM)

ঢেউয়ের

ঢেউয়ের আগে দেখতে যদি

ঢেউয়ের আগে দেখতে যদি, জানতে আমার স্বপ্ন সবি
কান-টি পেতে শুনতে যদি, জানতে আমার কথা সবি
জেদ টুকু যদি ছাড়তে তুমি, জানলা খুলে আসতো হাওয়া
স্বভাব যদি ছাড়তে তুমি জানতে আমার সকল আশা I

ভরসা যদি থাকত তোমার, দু পা চলতে সাথে আমার
আমার রঙে খেলতে যদি, মাততে সব রঙে আমার
জেতার নেশা থাকত যদি, নতুন স্বপ্ন দেখতে আবার
আবার করে জন্ম নিয়ে, চলতে তুমি সাথে আমার I

Drawing : Courtesy Me (copied from someone though)